মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় সম্পৃক্ততা থাকায় সউদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র আর সরবরাহ করা হবে না বলে পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন জানিয়েছে, ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যে বিমান হামলার ক্ষেত্রে যে ‘ভুলগুলো’ হয়েছে তাতে তারা উদ্বিগ্ন। চলতি বছরের অক্টোবরে দেশটিতে একটি দাফন অনুষ্ঠান চলাকালে সেখানে বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হন। ইয়েমেনের নির্বাচিত সরকারের পক্ষে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালানো সউদি-নেতৃত্বাধীন জোটকে এই হামলার জন্য দায়ী করা হয়।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস পরবর্তী সময়ে সউদি আরবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা কোনো ব্ল্যাঙ্ক চেক নয়। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু চালান ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলেও যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা সীমান্ত নিরাপত্তায় সউদি আরবকে গোয়েন্দা সহায়তা দিয়ে যাবে। কর্মকর্তারা তখন আরো জানান, বেসামরিক মানুষ হতাহতের ঘটনা যতদূর সম্ভব কমিয়ে আনার লক্ষ্যে সউদি নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নেওয়া পাইলটদের প্রশিক্ষণ দেবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।