মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গুজরাটে সেতু দুর্ঘটনায় পরিবারের ১২ সদস্যকে হারালেন ক্ষমতাসীন এমপি। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহত হয়েছেন ১৪১ জন। রোববার রাজ্যটির মোরবি জেলায় মাচ্ছু নদীতে নির্মিত প্রায় দেড়শ’ বছরের পুরোনো ওই সেতু ভেঙে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। আর এই মর্মান্তিক ঘটনায় মারা গেছেন রাজ্যটির ক্ষমতাসীন দল বিজেপির এক সংসদ সদস্যের পরিবারের ১২ জন সদস্য। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ সেতু দুর্ঘটনায় পরিবারের ১২ জন সদস্যকে হারানো ওই বিজেপি এমপির নাম মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার। তিনি রাজ্যটির রাজকোটের বিজেপি দলীয় সংসদ সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববারের সেতু দুর্ঘটনায় রাজকোটের বিজেপি এমপি মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ারের পরিবারের ১২ জন সদস্য মারা গেছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিজেপির এই এমপি জানিয়েছেন, ‘রোববারের দুর্ঘটনায় আমি আমার পরিবারের ১২ সদস্যকে হারিয়েছি। তাদের মধ্যে রয়েছে ৫ জন শিশু। আমার বোনের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’ এএনআই, ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।