Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গণতন্ত্র কোথায়? দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের ‘গণতন্ত্র রক্ষা করতে’ প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের প্রতি আহŸান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বিচারপতির উপস্থিতিতে তিনি এ আহŸান জানান। সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় দেশের গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান মমতা। তিনি মন্তব্য করেন, ‘দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কণ্ঠরোধ করা হচ্ছে। যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে দেশ রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার পথে এগিয়ে যাবে।’ জনগণকে হয়রানি থেকে রক্ষা করতে বিচার বিভাগের প্রতি আহŸান জানিয়ে মমতা দাবি বলেন, সমাজের একটি বিশেষ গোষ্ঠী সব ধরনের গণতান্ত্রিক ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলছে। প্রধান বিচারপতির উদ্দেশে মমতা বলেন, ‘গণতন্ত্র কোথায়? দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রক্ষায়ও প্রধান বিচারপতির দৃষ্টি কামনা করেন। গণমাধ্যমের পক্ষপাতিত্বের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘তারা (গণমাধ্যম) কি আগেই কাউকে দোষী সাব্যস্ত করতে পারে? রায় ঘোষণার আগেই অনেক কিছু ঘটে যাচ্ছে। এটা বলতে আমার দুুঃখ হচ্ছে। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন।’ প্রধান বিচারপতির প্রশংসা করে মমতা বলেন, ‘বিচারপতি উদয় উমেশ ললিতকে অভিনন্দন জানাই। এই মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলা উচিত হবে কি না জানি না। কিন্তু গত দুই মাসে তিনি দেখিয়েছেন—বিচার বিভাগের মানে কী?’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘আমি বলছি না যে—জনগণ বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। বিচার বিভাগকে অবশ্যই মানুষের কান্না শুনতে হবে এবং অন্যায় থেকে তাঁদের রক্ষা করতে হবে। বর্তমানে মানুষ দরজা বন্ধ করে কাঁদছে।’এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ