Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় ৬টি বোমারু পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর অস্ট্রেলিয়ার বিমান ঘাঁটিতে ৬টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বি-২ বোমারু বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এ খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার ব্রডকাস্ট করপোরেশন (এবিসি)। মার্কিন নথির উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ সোমবার জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ডারউইন শহরের দক্ষিণের টিন্ডাল বিমান ঘাঁটিতে বিশদ পরিকল্পনা করছে ওয়াশিংটন। যদিও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্লেষকরা এবিসিকে জানান, স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানে হামলা চালাতে পারে চীন -এমন শঙ্কা থেকেই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি বেইজিংয়ের জন্য একটি সতর্কবার্তা। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি থেকে বেকা ওয়াসার বলেন, সেখানে বোমারু বিমান মোতায়েন খুবই গুরুত্বপূর্ণ এবং তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে কোনও পদক্ষেপ চীনকে একটি সংকতে পাঠানোর বার্তা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে উত্তেজনার ফলে উত্তর অস্ট্রেলিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্রে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক খাতে উন্নতি ঘটাতে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এবিসি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ