মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির মিউনিখ বিমানবন্দরে সুটকেসে জীবিত কুমির ভরে নিয়ে যাওয়ার ঘটনায় ধরা পড়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। বিমানবন্দরে তল্লাশির সময় তার সুটকেস এক্স-রে স্ক্যানারে নেওয়া হলে জীবিত কুমির পাওয়া যায়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটা গণমাধ্যমে উঠে আসে। প্রকাশিত ছবিতে দেখা যায়, কুÐলী পাকিয়ে কুমিরটি সুটকেসে রাখা হয়েছে। এর সারা শরীর কাগজে মোড়ানো। মুখ টেপ দিয়ে বাঁধা আর নাকের অংশ খোলা। কুমিরটির ত্বক ধবধবে সাদা। বিশ্বজুড়ে প্রায় ২০০টি সাদা রংয়ের কুমির রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই নাগরিক কুমিরটি বিক্রির জন্য সিঙ্গাপুর নিয়ে যাচ্ছিলেন। সেখানে উচ্চমূল্যে বিক্রি হয় এসব কুমির। জার্মান বিমানবন্দরের কাস্টমস জানিয়েছে, কুমির উদ্ধারের পর এই নাগরিকের মোবাইল জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হয়। জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই নাগরিক কুমির বহন করে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।