মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ এবং অন্ধ হিসেবে ব্যারিস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন ২৩ বছরের জেসিকা ইনাবা। তিনি পাঁচ বছর ধরে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তিনি তার পুরো কোর্স শেষ করেছেন ব্রেইল পদ্ধতিতে। এটি কাগজের ওপর ছয়টি বিন্দুকে ফুটিয়ে তুলে এমন একটি লেখার পদ্ধতি যা দৃষ্টিহীন ব্যক্তিরা কোনো কিছু পড়তে ব্যবহার করেন। এছাড়া তার এই অর্জনের পেছনে বন্ধু ও শিক্ষকদের অবদানের কথাও উল্লেখ করেন জেসিকা। ডেইলি মেইল জানিয়েছে, উত্তর লন্ডনের ক্যামডেনের বাসিন্দা জেসিকার সংক্ষিপ্ত নাম জেস। তিনি এখন বারে যোগ দিয়েছেন। এরমধ্য দিয়ে তিনি হচ্ছে ব্রিটেনের প্রথম অন্ধ এবং কৃষ্ণাঙ্গ ব্যারিস্টার। জেসিকে বলেন, এটা একটা অসাধারণ বিষয়, আমি এখনও সত্যিই বিশ্বাস করতে পারছি না যে আমি এটা করতে পেরেছি। এটা কতটা দারুণ তা বুঝতে আমার আরও সময় লাগবে। তিনি জানান, তার এই যাত্রা অনেক কঠিন ছিল এবং তিনি প্রায়ই হাল ছেড়ে দেয়ার কথা ভাবতেন। কিন্তু তার পরিবার তাকে সাহস ও শক্তি দিয়েছিল। তিনি বলেন, আমি প্রথম থেকেই নিজেকে বিশ্বাস করতাম। এমন কিছু নেই যা আমাকে দিয়ে সম্ভব নয়। আমি জানি আমি এই আইনি পেশায় সত্যিই ভালো করতে পারবো। এটি সত্যিই একটি ভালো অনুভ‚তি। আমার মতো যারা অন্ধ আছেন আমি তাদেরকে আশা দিতে চাই। আমাদের সামনে গøাসের তৈরি তিনটি বাধা আছে। আমার লিঙ্গ ও বর্ণ এর দুটি। সঙ্গে যুক্ত হয়েছে আমার অক্ষমতা। তবে আমি এখন আমার পরবর্তী ব্যক্তির জন্য পথ সুগম করছি। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।