মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিড়িয়াখানায় সবাই কমবেশি পেখম মেলে ময়ূরের নাচের দৃশ্য দেখেছেন। কিন্তু কখনও কী শুনেছেন ‘পেখম’ মেলে মাকড়সা নাচছে? অবিশ্বাস্য হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি মাকড়সার ভিডিও প্রকাশ্যে এসেছে। আর তা দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন। ওই ভিডিও দেখার পর মাকড়সাটিকে ‘পিকক স্পাইডার’ বলা শুরু হয়ে গেছে।
প্রকৃতিতে এমন অনেক প্রাণী এবং উদ্ভিদের প্রজাতি রয়েছে, যা আজও রহস্যে ঘেরা। এমন অনেক প্রজাতি আছে, যেগুলো প্রকাশ্যেই আসেনি। বাড়ির আশপাশে ট্যারেন্টুলা বা ব্ল্যাক উইডো দেখতে না পেলেও ছোটখাটো অনেক প্রজাতিরই মাকড়সা আমরা দেখে থাকি। কিন্তু সম্প্রতি যে মাকড়সার ছবি প্রকাশ্যে এসেছে, তা সত্যিই নজর কাড়ার মতো।
ভিডিওতে দেখা যাচ্ছে, আকৃতিতে ছোট মাকড়সা। সেটি একটি গাছের শুকনো ডালের উপর এদিক ওদিক করছে। দেহের দু’পাশ দিয়ে লম্বা দু’টি শুঁড়ের মতো বেরিয়ে এসেছে। হঠাৎই কমলা এবং নীল রঙের ‘পাখনা’ মেলতে দেখা গেল সেটিকে। তারপরই শুরু করল নাচ।
সোশ্যাল মিডিয়ায় অনেকের দাবি, সঙ্গীকে আকর্ষণের জন্যই এই ধরনের কৌশল নিয়েছে মাকড়সাটি। আবার কেউ দাবি করেছেন, এটি শিকার ধরার একটি কৌশল। এই ধরনের মাকড়সা প্রধানত অস্ট্রেলিয়ায় দেখা যায়। পুরুষ মাকড়সার দেহেই রঙিন পাখনার মতো থাকে। যা স্ত্রী মাকড়সাকে আকর্ষণ করতে কাজে লাগায়। এরা দৈর্ঘ্যে ৫ মিলিমিটার পর্যন্ত হয়। সূত্র : রেডিড, ডন ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।