Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমা বিস্ফোরণে ১শ’ নিহত সোমালিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িতে বোমা বিস্ফোরণে ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। দেশটির প্রেসিডেন্ট রবিবার তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, মোগাদিসুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষোভ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতিতে দেয়নি দেশটির কোনও সশস্ত্র গোষ্ঠী। তবে এ ঘটনার পেছনে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবকে দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। রয়টার্স জানিয়েছে, প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের ব্যস্ত সড়কের কাছে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে যখন অ্যাম্বুলেন্স এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাতে থাকে তখন দ্বিতীয় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় নিরাপত্তা সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়েছে। উল্লেখ্য, দেশটিতে জঙ্গি হামলার ঘটনা দিন দিন আরও বাড়ছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সোমালিয়ায় বোমা হামলায় ৫০০ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠী আল শাবাব এবং আইএস জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ