মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, আয়া সুফিয়াকে আবার মসজিদে পরিণত করাটা ছিল বৈশ্বিক মোড়লগিরির প্রতি একটি বড় ধরনের চ্যালেঞ্জ। আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) দি সেঞ্চুরি অব তুর্কেই ভিশন ঘোষণা অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্ক বৈশ্বিক মোড়লগিরিকে চ্যালেঞ্জ করেছে। তিনি আয়া সুফিয়াকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতি সমর্থন দেয়ার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, তার দলের সবসময়ের লক্ষ্য হলো মোড়লগিরি নির্মূল করা এবং দেশে গণতন্ত্র বাড়ানো। দলটি ২০ বছর ধরে এ কাজই করছে। আয়া সুফিয়াকে ২০২০ সালের ২৪ জুলাই জাদুঘর থেকে আবার মসজিদে ফিরিয়ে আনাটা ছিল তুরস্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুর্কিরা ইস্তাম্বুল জয়ের আগে পর্যন্ত ৯১৬ বছর আইকনিক মনুমেন্টটি চার্চ হিসেবে কাজ করেছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি ছিল মসজিদ। এরপর প্রায় ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে বিরাজ করে। এটি হলো তুরস্কের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী স্থাপনা। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। তুরস্কের একটি আদালত ২০২০ সালের ১০ জুলাই ১৯৩৪ সালের মন্ত্রিসভার এটিকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত বাতিল করলে একে আবার মসজিদে রূপান্তরিত করার কাজটি সহজ হয়ে যায়। ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।