Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুয়ানতানামো থেকে মুক্তি পেলেন পাকিস্তানি সাইফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রায় দুই দশক পর কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেয়েছে সবচেয়ে বয়স্ক বন্দী। তাকে নিজ দেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে বিবিসি। সাইফ উল্লাহ পরচা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার দুই বছর পর গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সে আল-কায়েদার প্রতি সহানুভূতিশীল ছিল। আল-কায়েদাকে অর্থায়ন করার জন্যও তাকে সন্দেহ করা হয়েছিল। এছাড়া আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেন এবং খালিদ শেখ মোহাম্মদসহ গোষ্ঠীটির কিছু জ্যেষ্ঠ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ রাখার অভিযোগ পরচার বিরুদ্ধে আনা হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। আফগানিস্তানের বাগরামে একটি মার্কিন সামরিক কারাগারে ১৪ মাস রাখার পর তাকে গুয়ানতানামোতে স্থানান্তর করা হয়। ৭৫ বছর বয়সী পরচার মুক্তির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার, ২৯ অক্টোবর পাকিস্তানে পৌঁছেছেনসাইফ উল্লাহ পরচা। আমরা আনন্দিত যে বিদেশে আটক একজন পাকিস্তানি নাগরিক অবশেষে তার পরিবারের সাথে মিলিত হয়েছে।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ