Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পদত্যাগ চায় চেক বিক্ষোভকারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির মধ্যডানপন্থি সরকারের পদত্যাগ দাবি করে আগাম নির্বাচন চেয়েছে। এই বিক্ষোভে তারা শীতের আগেই গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, বলেছে বার্তা সংস্থা। প্রাগের প্রধান চত্বরে ছুটির দিনে এ নিয়ে একই দাবিতে তৃতীয় বিক্ষোভ করল কট্টর-ডানপন্থি বিভিন্ন রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি ও মূলধারার বাইরের কিছু গোষ্ঠী। বিক্ষোভে উপস্থিতি লাখ খানেকের চেয়ে কম হয়েছে বলে মনে করছে পুলিশ, এই সংখ্যা আগের দুই বিক্ষোভের চেয়ে কম। ‘চেক রিপাবলিক ফার্স্ট’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোকে নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি এক কোটির সামান্য বেশি জনসংখ্যার চেক প্রজাতন্ত্র যেন সামরিকভাবে নিরপেক্ষ থাকে সে দাবিও তোলা হয়েছে। চেক প্রজাতন্ত্রের পতাকা হাতে বিক্ষোভকারীরা এদিন ‘পদত্যাগ, পদত্যাগ’ সেøাগান দেন। তাদের অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে নেটো ও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার চিহ্নও প্রদর্শিত হয়েছে। “এটা জাতীয় নবজাগরণ, যার লক্ষ্য হচ্ছে চেক প্রজাতন্ত্রকে স্বাধীন করা। যখন আমি দেখি পুরো চত্বর (জনসমুদ্র), তখন কেউ আর এটা থামাতে পারবে না,” বলেছেন আয়োজকদের একজন লাদিসøাভ ভ্রাবেল। ইউক্রেন যুদ্ধের পাল্টাপাল্টিতে জ্বালানির মূল্যবৃদ্ধিতে ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের বাড়তি খরচ কমাতে ইউরোপের দেশে দেশে সরকারগুলোর ওপর চাপ বাড়ছে। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পিওতর ফায়ালাও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন এবং ইউক্রেইনে রাশিয়ার সেনা পাঠানোর পাল্টায় কঠোর অবস্থান নিয়েছেন। জ্বালানি ব্যয় নিয়ে সৃষ্ট সংকট মোকাবেলায় কিছু পদক্ষেপও নিয়েছে দেশটির সরকার। এসবের মধ্যে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সহায়তা এবং বাড়ির বিদ্যুৎ বিল সর্বোচ্চ কত হতে পারবে, তা নির্ধারণ করে দেওয়া। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ