Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্বল হয়ে এসেছে মঙ্গলের ধূলিঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঋতু পরিবর্তন হচ্ছে মঙ্গলগ্রহে। ফলে সেখানে চলমান বড় মাপের একটি ধূলিঝড় দুর্বল হয়ে এসেছে। এই ধুলোঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি ল্যান্ডার চূড়ান্ত দফায় অবতরণ করতে পারেনি। সেপ্টেম্বরে নাসার এই মহাকাশ যান মার্স রিকনেসাস অরবিটার লাল গ্রহের বিষয়ে একটি এলার্ম পাঠায়। তাতে বলা হয় বড় রকমের এক ধূলিঝড় সৃষ্টি হচ্ছে মঙ্গলে। এই ঝড় বয়ে যায় গ্রহটির পুরো অংশে। ফলে নাসা নতুন আরেকটি সৌরশক্তি চালিত অপর্চুনিটি মিশন পাঠায়। এর নাম ইনসাইট ল্যান্ডার। কয়েক সপ্তাহের জন্য ইনসাইটকে শান্তিতে থাকতে দিয়েছিল এই ঝড়। কিন্তু অক্টোবরের শুরুর দিকে ধুলোবালি এর ওপর গাঢ় আবরণ সৃষ্টি করে। ফলে এর সঙ্গে জড়িত বিজ্ঞানীরা তাদের এই মিশন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ, এই মিশনও বুঝি বিফলে যায়! কিন্তু এখন এটা পরিষ্কার যে, যদিও ইনসাইট মিশনের ইতি ঘটেছে বলে মনে হচ্ছে তবু এই ল্যান্ডার ওই ঝড়ের ভয়াবহতার শিকার হয়েছে। এর ওপর থেকে ধুলোবালি সরে যেতে শুরু করেছে। এমনটা বিশ্বাস করেন এইলিস রিসার্সের আবহাওয়া পর্যবেক্ষণকারী বিজ্ঞানী ক্লেয়ার নিউম্যান। বিজ্ঞানীরা এখনও মঙ্গলগ্রহের আবহাওয়া বোঝার জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে এর ধুলোঝড়ের বিষয়ে তারা কাজ করছেন বলে জানিয়েছেন নিউম্যান। বলা হচ্ছে, ছোটখাটো একটি স্থানীয় পর্যায়ের ধূলিঝড় এক বছর ধরে চলতে পারে। দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মের শেষ হয়ে আসে তখন বড় মাপের ধূলিঝড় সেখানে সাধারণত দেখা যায়। ফলে ইনসাইট যে ধূলিঝড়ের মধ্যে পড়েছে, সেটা অস্বাভাবিকতার বাইরে নয়। নিউম্যান বলেন, বছরের বিভিন্ন সময়ে আমরা যেমনটা দেখে আসছি এই ধূলিঝড় তেমনই একটি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঝড়েরও গতিপ্রকৃতি পরিবর্তন হয়। কারণ, মঙ্গলের তাপমাত্রার তারতম্যের কারণে এমন ঝড় হয়। এতে উত্তপ্ত পৃষ্ঠের ধূলিবালিকে বাতাসে উড়িয়ে নিয়ে মঙ্গলের আবহাওয়া মন্ডলে ছড়িয়ে দিয়ে তাকে করে ঘন ও কালো। অরবিটারগুলো ছবি এবং তাপমাত্রার ডাটা বিশ্লেষণ করে ঝড়ের পূর্বাভাস দেয়। নাসা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ