Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনা বিচারে ১৮ বছর কারাভোগের পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পাকিস্তানি নাগরিকের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ৩:৩২ পিএম

মুক্তি পেয়েছেন কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের সবচেয়ে বয়স্ক বন্দি সাইফ উল্লাহ পারাচা। দীর্ঘ ১৮ বছর ধরে বিনা বিচারে বন্দি রাখার পর এই পাকিস্তানি নাগরিককে মুক্তি দিলো যুক্তরাষ্ট্র।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৯ অক্টোবর) পাকিস্তানে ফিরে এসেছেন ৭৫ বছর বয়সী সাইফ উল্লাহ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাইফ উল্লাহর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, অবশেষে বিদেশে বন্দি পাকিস্তানি নাগরিক সাইফ উল্লাহ পারাচাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। তার মুক্তিতে আমরা খুশি।
নাইন-ইলেভেন হামলায় জড়িত সন্দেহে অনেকের মতো পাকিস্তানি মার্কিন ব্যবসায়ী সাইফ উল্লাহ পারাচাকেও গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে থাইল্যান্ড থেকে তাকে ধরে নিয়ে যায় এফবিআই। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ