Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণীর দিকে এলো হাঙর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তরুণী মিস র‌্যামসে একজন সমুদ্রবিজ্ঞানী। তিনি স্পিডবোট থেকে সাগরের পানিতে নামতে গিয়েছিলেন। মাত্র কয়েক ইঞ্চি দূর মুখ হা করে বিশাল হাঙর মাথা তুলে। অল্পের জন্য তিনি হাঙরের শিকার থেকে বেঁচে যান। ভয়াবহ সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের উপযোগী পোশাক পরে বোট থেকে পানিতে নামার তোড়জোড় করছিলেন তরুণী। তার পায়ে বিশেষ চটি পরা ছিল। বোটের সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নেমেছিলেন।

পানিতে পা রাখার ঠিক আগে একবার দেখার চেষ্টা করেছিলেন সমুদ্রের তলদেশ। আর ঠিক তখনই তিনি দেখতে পান, প্রায় স্বচ্ছ পানি ভেদ করে তার দিকে এগিয়ে আসছে হাঙর। সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে বোটে উঠে যান র‌্যামসে। তার দিকে ধেয়ে আসা হাঙরটি মুখ হা করে পানির উপরে মাথাও তোলে।
র‌্যামসের বিশেষ ধরনের চটির নাগাল পাওয়ার চেষ্টা করে হাঙরটি। তবে তা সে ধরতে পারেনি। ভিডিওতে দেখা গেছে, গোটা বিষয়টি হালকা ভাবেই নিয়েছেন তরুণী। সমুদ্র এবং সামুদ্রিক প্রাণীদের নিয়েই তার গবেষণা। যে হাঙরটি র‌্যামসেকে তাড়া করেছিল, সে সমুদ্রের ওই নির্দিষ্ট এলাকায় পরিচিত। র‌্যামসে এবং তার সঙ্গীরা হাঙরটির নাম দিয়েছেন কুইন নিক্কি।

তরুণী র‌্যামস জানিয়েছেন, ‘নিক্কি’র সঙ্গে এর আগেও বেশ কয়েক বার দেখা হয়েছে। কখনোই ওই হাঙর তাকে আক্রমণ করেনি। ভাইরাল ভিডিওটি নিয়ে নেটমাধ্যমে চর্চা চলছে। অনেকেই হাঙরের আচরণ এবং তরুণীর পরিণতি কল্পনা করে আতঙ্কিত হয়েছেন। সূত্র : সিএনএন, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ