Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারকে ছাপিয়ে চ্যাম্পিয়ন ঢাকা

বিজিবি সাঁতার প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঢাকা সেক্টরের ব্যবস্থাপনায় পিলখানাস্থ সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে গতকাল হয়ে গেল বিজিবি সাঁতার প্রতিযোগিতা। ৭টি দল নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে (১০টি ব্যক্তিগত ও ২টি দলগত) ২৩ জন নবীন ও ১০৯ জন প্রবীণসহ সর্বমোট ১৩২ জন সাঁতারু অংশগ্রহণ করে। ৩টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক পেয়ে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক পেয়ে কক্সবাজার রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দলগত ইভেন্ট ওয়াটার পোলো খেলায় ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে কক্সবাজার রিজিয়নের সিপাহী মোঃ রুবেল মিয়া শ্রেষ্ঠ নবীন এবং ঢাকা সেক্টরের নায়েক মোঃ ওহিদুজ্জামান শ্রেষ্ঠ প্রবীন সাঁতারু হিসেবে নির্বাচিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ