Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিক বক্সিংয়ে সেরা আনসারের লাবনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বঙ্গবন্ধু জাতীয় কিক বক্সিংয়ে সেরা বক্সারের খেতাব জিতলেন সেই লাবনী আক্তার। ছিনতাইকারীকে পুলিশে দেওয়া লাবনী নিজের দক্ষতার প্রমান দিয়েছেন। প্রফেশনাল কিকবক্সিং কে-১ এ চ্যালেঞ্জে জিতেছেন তিনি। আগের দিন -৫৬ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণপদক জেতেন আনসারের এই বক্সার। গতকাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার ওপেন ফোর কন্টাক্ট -৬৫ ক্যাটাগরিতেও স্বর্ণপদক জেতেন লাবনী। এছাড়া মেয়েদের মিউজিক্যাল ক্যাটাগরিতেও স্বর্ণপদক জিতেছেন তিনি। ৩২টি স্বর্ণের লড়াইয়ে চ্যাম্পিয়ন আনসারে ছেলেরা সাতটি ও মেয়েরা ১০টি জিতেছে। রানার্সআপ বরিশালের ছেলেরা তিনটি ও মেয়েরা একটি স্বর্ণ জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ