Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের পর্যটন আয় ২৭ দশমিক ১ শতাংশ বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তুরস্কের পর্যটন খাতের আয়ে উল্লম্ফন দেখা দিয়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির এ খাতের আয় বছরওয়ারি হিসাবে ২৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। টার্কিশ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বরে পর্যটন আয় প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৪১০ কোটি ডলার। এ পর্যটন আয়ের প্রায় ১৪ দশমিক ৩ শতাংশ এসেছে বিদেশে বসবাসকারী তুর্কি নাগরিকদের থেকে। ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া সর্বশেষ তিন মাসে ২ কোটি ১১ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে তুরস্ক। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশে বসবাসকারী তুর্কি নাগরিক ছিলেন ১১ দশমিক ৩ শতাংশ বা ২৪ লাখ। তৃতীয় প্রান্তিকে প্রতি রাতে পর্যটকরা ৮৯ ডলার ব্যয় করেছেন। মাথাপিছু তাদের মোট ব্যয়ের পরিমাণ ছিল ৮৫৫ ডলার। সরকারি পরিসংখ্যান অনুসারে, তিন মাসের মোট পর্যটন আয়ের ১ হাজার ২৬০ কোটি ডলার ব্যক্তিগত ভ্রমণ থেকে এসেছে। পাশাপাশি ৫৪০ কোটি ডলার এসেছে প্যাকেজ ট্যুর থেকে। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ