মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবমেরিনে থাকা নারীদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটেনের রয়্যাল নেভির প্রধান এডিএম স্যার বেন কে। সাবমেরিনে কাজ করা একাধিক নারী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের কাছে অভিযোগ করেছেন যে, দায়িত্ব পালনের সময় তারা ‘দুর্ব্যবহারের’ সম্মুখীন হয়েছেন। এসব অভিযোগ আসার পর স্যার বেন কে বলেন, তিনি এসব ‘ঘৃণ্য’ অভিযোগ নিয়ে গভীরভাবে বিরক্ত হয়ে আছেন। রয়্যাল নেভিতে এ ধরণের আচরণের কোন স্থান নেই এবং যে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি পেতে হবে। এ খবর দিয়েছে বিবিসি। এক নারী কর্মী ডেইলি মেইলকে বলেন, তিনি ঘুমানোর সময় উচ্চ পদমর্যাদার এক কর্মকর্তা দ্বারা যৌন নিপীড়নের শিকার হন। তিনি দাবি করেন, ওই অফিসার তার কিডনিতে ঘুষি মেরেছেন। এছাড়া অন্য একজন কর্মকর্তা তার কক্ষে মডেলদের নগ্ন ছবি রেখে যান এবং ৫০ সেন্টের বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাবও দেন। অন্য বেশ কয়েকজন নারী অভিযোগ করেছেন যে, তাদের প্রায়শই যৌন কাজ করতে বলা হত। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।