Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মেরে ফেলা হয়েছে সাড়ে ৩ লাখ মুরগি জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

জাপানে চলতি মৌসুমে বার্ড ফ্লুর প্রথম প্রাদুর্ভাব ঘটেছে। শুরুর ধাক্কায় প্রায় সাড়ে তিন লাখ মুরগি মেরে ফেলতে হয়েছে কর্তৃপক্ষের। জাপানের হনশুর একটি পোল্ট্রি ফার্মে এ প্রাদুর্ভাবের খবর প্রথম সামনে আসে। এছাড়া দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপেও প্রাদুর্ভাব দেখা দেয়। জাপানের কৃষি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, ওকায়ামা প্রিফেকচারের কুরাশিকি শহরের এক খামারে ১ লাখ ৭০ হাজার ডিম পাড়া মুরগি মেরে ফেলা হয়। ওই সাইটটির আশপাশের ১০ কিলোমিটার বিশেষ অঞ্চল ঘোষণা করা হয়। এছাড়া হোক্কাইদোর আতসুমা শহরের এক খামারে আরো ১ লাখ ৭০ হাজার ডিম দেয়া মুরগি মেরে ফেলা হয়। মন্ত্রণালয়ের তরফ থেকে আশ্বস্থ করা হচ্ছে, মুরগির মাংগ বা ডিম খেলে কেউ এভিয়ান ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হবে না। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ