Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে হেরোইন বিক্রেতাসহ গ্রেফতার ৫

প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম শহরে গতকাল মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ ৫জন হেরোইন বিক্রেতা ও সেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মিস্ত্রিপাড়ার মেহের আলী ড্রাইভারের ছেলে পাগলা দুলাল (৩৩), খলিফা মোড় এলাকার পনির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), সিএন্ডবি এলাকার আজিজুলের ছেলে আবু মুসা (৩২), ডাকবাংলা পাড়ার তোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৪) ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা হোসেন আলীর ছেলে রাজু মিয়া (২৩)। এ সময় আটকৃতদের কাছ থেকে হেরোইন ও ইয়াবাসহ কিছু নেশা গ্রহণ করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোরে শহরের হিংঙ্গনরায় হেরোইন ব্যবসায়ী পাগলা দুলালের আস্তানা থেকে ৩ জনকে হেরোইনসহ এবং খলিলগঞ্জ ও ডাকবাংলা এলাকা থেকে অপর ২ জনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল করিম মোহাম্মদ এতেশাম জানান, গ্রেফতারকৃতদের মাদ্রকদ্রব্য আইনে ৩টি মামলা দেয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রামে হেরোইন বিক্রেতাসহ গ্রেফতার ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ