Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইএসপিআর : চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে সোমবার ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৬/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৬/বি ব্যাচের ১৫ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্পমেয়াদি প্রশিক্ষণ শেষে র‌্যাংক ব্যাজ পরিধান করেন। ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৬/বি ব্যাচ হতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার শেখ সাইদুজ্জামান প্রশিক্ষণে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী ‘শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার’ হিসেবে ‘বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক’ প্রাপ্ত হন। ডিইও ২০১৬/বি ব্যাচের কুচকাওয়াজে চট্টগ্রাম নৌ-অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষা সমাপনী ব্যাচের ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও মিডশিপম্যানদের অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ এ কুচকাওয়াজ উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ