Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে মেধাবী ছাত্রী মিমের চিকিৎসার টাকা হস্তান্তর করলো চিত্রগৃহ

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৪:৩১ পিএম

চাটমোহরে হতদরিদ্র মেধাবী ছাত্রী মিমের চিকিৎসার টাকা মিমের বাবা মিরাজ চৌধুরীর কাছে হস্তান্তর করলো চিত্রগৃহ।

ছাত্রী মিমের হার্টের ছিদ্র নিয়ে টাকার অভাবে অপারেশন হচ্ছিলো না চাটমোহর পৌরসদরের কাজীপাড়া মহল্লার মেয়ে মিমের।
এ খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলে, চাটমোহরের কয়েকজন মিলে টাকা সংগ্রহের উদ্যোগ নেয়। চিত্রগৃহ বিপ্লব আচার্য্যকে সমন্বয়ক করে নেয়া উদ্যোগে ৬ দিনে প্রয়োজনীয় ১ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ হয়।
চিত্রগৃহ চাটমোহরে টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মিমকে নিয়ে সংবাদ প্রকাশকারী সাংবাদিক তুষার ভট্টাচার্য, পবিত্র তালুকদার। উদ্যোগটির সমন্বয়ক বিপ্লব আচার্য্য। চ্যানেল টুয়েন্টিফোরের পাবনা জেলার স্টাফ রিপোর্টার শাহীন রহমান এবং জেমান আসাদ।
এ সময়ে মিমের বাবা মিরাজ চৌধুরী কান্না জড়িত কন্ঠে চিকিৎসার টাকা সংগ্রহ করে দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি মিমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মানুষ মানুষের জন্য কথাটি আবারো প্রতিফলিত করলো চাটমোহরের চিত্রগৃগের
এই যুবসমাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ