Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রক এন রোল’ তারকা জেরি লি লুইস আর নেই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১:০৭ পিএম

জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব, ‘রক এন রোল’-এর পথিকৃত জেরি লি লুইস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেমফিসের দক্ষিণে মিসিসিপির ডেসোটো কাউন্টিতে নিজের বাড়িতে মারা যান লুইস। মৃত্যুকালে শিল্পীর পাশে ছিলেন স্ত্রী জুডিথ। শেষ দিনগুলোতে লুইস স্ত্রীকে বলেছিলেন তিনি পরকালকে স্বাগত জানিয়েছেন এবং মৃত্যুকে ভয় পান না।’

আমেরিকান প্রখ্যাত পিয়ানো বাদক, গায়ক এবং গীতিকার ছিলেন লুইস। ২০ শতকের সবচেয়ে প্রভাবশালী পিয়ানোবাদকদের একজন ভাবা হতো তাকে। ‘গ্রেট বল অব ফায়ারসহ’ লুইসের গানগুলো ও উদ্যমী পারফরম্যান্স ১৯৫০-এর দশকে প্রভাবশালী আমেরিকান পপসংগীতে ‘রক এন রোল’ যুগের জাগরণ ঘটিয়েছিল। মিক জ্যাগার, শেরিল ক্রো, উইলি নেলসন প্রমুখের সঙ্গে ডুয়েট গেয়েছিলেন এই সংগীত তারকা।

১৯৩৫ সালের ২৯ সেপ্টেম্বর লুইজিয়ানায় জন্ম হয় লুইসের। চার বছর বয়সে পিয়ানোতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। দরিদ্র কৃষক পরিবারের ছেলে লুইসকে তার প্রথম পিয়ানো কেনার জন্য তাদের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। স্কুলে অধ্যয়নরত অবস্থায় ‘মাই গড ইজ রিয়েল’-এর একটি বুগি-উগি সংস্করণ করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর স্কুল বাদ দিয়ে গানে মনোনিবেশ করেন লুইস। মাত্র ১৪ বছর বয়সে একটি গাড়ি ডিলারশিপ কম্পানির উদ্বোধনে তিনি প্রথম পারফরম্যান্স করেন।

১৯৮৬ সালে ‘রক এন রোল’ হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম শিল্পীদের একজন লুইস। তার সর্বশ্রেষ্ঠ ‍তিনটি গানের মধ্যে ‘গ্রেট বল অব ফায়ার’ ইউএস চার্টে ২ নম্বরে জায়গা করে নিয়েছিল। রক অন রোল যুগের একটি আইকনিক গান ধরা হয় এটিকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরি লি লুইস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ