মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আকাশে একের অধিক সূর্য! কথাটা অবিশ্বাস্য এবং হেসেই উড়িয়ে দেয়ার মতো। তারপরও আকাশে একটি কিংবা দু’টি নয়; তিনটি সূর্য। এমন একটি ছবি নেট ভুবনে ভাইরাল হয়েছে। ভিডিওটি যদিও একটু পুরনো। কিন্তু নতুন করে সেটা ভাইরাল হতে শুরু করেছে। আকাশে এই আশ্চর্য খেলা দেখে মুগ্ধ নেটিজেনরা।
জানা গেছে, ভিডিওটি সুইডেনের। শেয়ার করার পরই লাখ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। ঠিক কী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সূর্যকে ঘিরে একটা বৃত্ত। এর দুই প্রান্তে উজ্জ্বল আলোর ঝলকানিসহ উঁকি দিচ্ছে আরও দু’টি সূর্য। বলাই বাহুল্য, সেগুলো আসলে দৃষ্টিবিভ্রম।
এই ধরনের বলয় অত্যন্ত বিরল। এটি তোলা হয়েছিল ২০১৭ সালে। তুষারভূমির মাথার উপরে আকাশে জ্বলজ্বল করা ওই সূর্য ও তার চারপাশে তৈরি হওয়া আলোর ঝলকানির ভিডিও তুলেছেন সুইডেনের এক আলোকচিত্রী। সেটিই নতুন করে ফিরে এসেছে। নেটিজেনরা জানাচ্ছেন, ভিডিওটি একই সঙ্গে ‘সুন্দর ও শ্বাসরোধকারী’।
কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, এটা আসলে ‘সান ডগ’। সূর্যের আলো বরফের উপরে প্রতিসৃত হলে এই ধরনের দৃষ্টিবিভ্রমের সৃষ্টি করে। সাধারণত ঠান্ডা আবহাওয়ায় তুষারভূমিতেই এমন দৃশ্য দেখা যায়। সূর্য বা চাঁদকে ঘিরে তৈরি ২২ ডিগ্রি অবস্থানে এই বিভ্রম তৈরি হয়। তাই একে ‘২২ ডিগ্রির হ্যালো’ বলা হয়।
নেটিজেনদের বক্তব্য, প্রযুক্তি যতই উন্নতি করুক, শেষ পর্যন্ত প্রকৃতির চমকের কাছে তা ফিকে। আর তারই এক চরম নিদর্শন আকাশজোড়া সূর্য ও আলোর এই আশ্চর্য কীর্তি। সূত্র : ডেইলি মেইল, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।