Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিয়েতে রসগোল্লা কম পড়ায় সংঘর্ষ, তরুণ নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিষ্টি ফুরিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে ২২ বছর বয়সী এক তরুণ নিহত এবং পাঁচজন আহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে আগ্রা জেলার এতমাদপুরে মহল্লা শাইখানের বাসিন্দা উসমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে রসগোল্লার ঘাটতি হওয়ার কারণে কনে ও বর পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। মিষ্টির ঘাটতি নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে মারাত্মক হাতাহাতিতে রূপ নেয় এবং এক ব্যক্তি সেখানে অন্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় আহত পাঁচজনকে এতমাদপুরের কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়েতে রসগোল্লা কম পড়ায় সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ