Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রিয় শিল্পীদের বাংলা গান নিয়ে আসছে গান অন ডিমান্ড লিমিটেড’র গান অ্যাপ

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সবসময় চাহিদা মতো পছন্দের গান হাতের কাছে না পাওয়ার আফসোস মেটাতে ‘গান অন ডিমান্ড লিমিটেড’ নিয়ে আসছে ‘গান অ্যাপ’। এর মাধ্যমে শ্রোতারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে চাহিদা মতো পছন্দের গান শুনতে পারবেন যেকোনো সময়। গত সোমবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গান অন ডিমান্ড’র অ্যাপ্লিকেশনস ‘গান অ্যাপ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএএমবিএ’র প্রেসিডেন্ট হামিম আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং ইয়ং বাংলার কনভেনার নাহিম রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগীত শিল্পী ফোয়াদ নাসের বাবু এবং এলিটা করিম। সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানুষের প্রাত্যহিক জীবন, সংস্কৃতি, ফ্যাশন এবং আচার-ব্যবহারে সংগীত একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। সময়ের বিবর্তনে গান বিভিন্ন মাধ্যমে যেমন-এলপি, ক্যাসেট, সিডি আকারে এসেছে। প্রযুক্তির এ যুগে বিশ্বে মানুষের ইন্টারনেট নির্ভরশীলতাও বাড়ছে প্রতিদিন। সে কারণেই ‘গান অন ডিমান্ড লিমিটেড’ এই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম ইন্টারনেটে ‘অন ডিমান্ড স্ট্রিমিং সার্ভিস’ শীর্ষক সেবা চালু করছে। ‘গান অন ডিমান্ড লিমিটেড’র ‘গান’ একটি স্বাধীন গান শোনার মাধ্যম। এতে শ্রোতারা তাদের এন্ড্রয়েড মোবাইলে বাংলাদেশী অথবা বাংলা গান শুনতে পারবেন। যেকোনো সময়, যেকোনো জায়গায় তাৎক্ষণিকভাবে ‘গান’-এর মাধ্যমে শ্রোতারা প্রিয় শিল্পীদের উচ্চমান সম্পন্ন গান, অ্যালবাম শুনতে পারবেন। অন ডিমান্ড রেডিওস’-এর সম্পাদকীয় পাতায় পছন্দের গান ও শিল্পীদের খোঁজ চলতে থাকে। শ্রোতারা জেনরা ভিত্তিক ‘রেডিও’ ব্রাউজ করে একটি প্লে লিস্ট তৈরি করে এবং ‘ওয়ান্ট টু হেয়ার’র ‘ফ্রিডম’ মেন্যু থেকে পছন্দের গান শুনতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে হামিম আহমেদ বলেন, ‘গান’ বাংলাদেশে একটি উদ্বোধনী, বিপ্লবী সেবা। ‘গান’ শুধু প্রথাগত গান শোনার পদ্ধতিকেই ভেঙ্গে দেয়নি বরং শিল্পী ও শ্রোতাদের ক্ষমতায়ন করছে। নাহিম রাজ্জাক বলেন, সহজভাবে গান শোনার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছে। আজ শ্রোতদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এ সেবা চালু হওয়ার মাধ্যমে শ্রোতাদের সংগীত জীবনে নতুন প্রাণের সঞ্চার হবে। তারা যেখানে, যেকোনো সময় পছন্দের গান শুনতে পাবে।



 

Show all comments
  • বাকু ১৩ জুন, ২০১৭, ৯:১৫ পিএম says : 0
    বাংলা গান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয় শিল্পীদের বাংলা গান নিয়ে আসছে গান অন ডিমান্ড লিমিটেড’র গান অ্যাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ