Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইআই প্রতিনিধি দলের সাথে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের মতবিনিময়

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর উদ্যোগে ও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিতব্য ৫ম নর্থ বেঙ্গল কনক্লাভ উপলক্ষে সিআইআই এর প্রতিনিধি দলের সাথে রংপুর চেম্বারের পরিচালনা পর্ষদ, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা গত রোববার অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে চেম্বার প্রেসিডেন্ট মো: আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কনফেডারেন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর উত্তরবঙ্গ জোনাল কাউন্সিল এসএমইএস এর প্যানেল চেয়ারম্যান নরেশ আগারওয়াল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কনফেডারেন্স অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর নর্থ বেঙ্গল হেড ল²ী লিম্বু, সিআইআই এর সদস্য সনজিৎ সাহা।
প্রধান অতিথির বক্তব্যে নরেশ আগারওয়াল বাংলাদেশ তথা উত্তরবঙ্গের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেয়ার অনুরোধ জানিয়ে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের গতি ত্বরান্বিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহŸান জানান। এ ছাড়া তিনি উভয় দেশের ব্যবসায়ীদেরকে যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্প-কলকারখানা স্থাপনের আহŸান জানান।
সভায় সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মো: আবুল কাশেম বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে কানেক্টিভিটি জোরদার হলে অর্থনৈতিকভাবে দুই দেশই লাভবান হবে। এ কানেক্টিভিটির স¤প্রসারণ করা গেলে ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশসহ দক্ষিণএশীয় দেশগুলোর ব্যবসা-বাণিজ্যেরগতি ত্বরান্বিত হবে। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের লক্ষ্যে যৌথভাবে শিল্পকারখানা স্থাপন করা যেতে পারে। এর কারণ হলো এ অঞ্চলটি কৃষিপণ্যে সমৃদ্ধ। তবে তিনি বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে সরকারিভাবে কিছু সমস্যা রয়েছে। এ সমস্যা থাকলেও দু›দেশের বিনিয়োগকারীদের মধ্যে সদিচ্ছা থাকলে তা নিরসন করা সম্ভব হবে বলে মনে করেন। পাশাপাশি তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য রংপুরের ব্যবসায়ীদের পক্ষ থেকে সিআইআই-কে এগিয়ে আসার আহŸান জানান।
আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ- ভারত-নেপাল, ভুটান ৪ দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আগামী ২৩ ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে ৫ম নর্থ বেঙ্গল কনক্লাভ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ