পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : কোকা-কোলা তাদের বিশ্বখ্যাত বোতলজাত পানীয় জলের ব্র্যান্ডকে ‘কিনলে’ বাংলাদেশের বাজারে বিপণন শুরু করেছে। পণ্যটি ইতোমধ্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের আল্ট্রা লাইট বোতল ব্যবহারের কারণে যথেষ্ঠ সমাদৃত হয়েছে। গতকাল রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশর বাজারে ‘কিনলে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব খানসহ আরো অনেকেই।
ভারত, পাকিস্তান ও নেপালের বাজারে কিনলে হচ্ছে পানীয় জলের বিশ্বস্ত ব্র্যান্ড। এরই ধারাবাহিকতায় অবশেষে বাংলাদেশের বাজারেও নিয়ে আসা হলো এই ব্র্যান্ড।
বাংলাদেশে কিনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কোকা-কোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। যিনি কিনলের যাবতীয় ক্যাম্পেইনের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে সম্পৃক্ত হবেন।
শাদাব খান বলেন, এ অঞ্চলে কিনলে একটি বিশ্বস্ত ব্র্যান্ড এবং বাংলাদেশের জনগণের জন্য এ পণ্যটি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে রাজধানী ঢাকাতেই বাজারজাত করা হবে কিনলে। এরপর ক্রমান্বয়ে সারাদেশে বাজারজাত করা হবে এ পানি। দেশব্যাপী ১৫ টাকা দামে প্রতিটি ৫০০ এমএল বোতলে পাওয়া যাবে কিনলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।