Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ সেরা সামিটের বিদ্যুৎ প্রকল্প

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এবারো জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রল্পের পুরস্কার জিতে নিল সামিট গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান ‘সামিট বরিশাল পাওয়ার লিমিটেড (এসবিপিএল)’। এ নিয়ে টানা চার বছর সেরার পুরস্কার পেল সামিটের চারটি প্রকল্প। গত বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
গ্রুপের অন্য তিন প্রতিষ্ঠান- সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লি. ২০১৩ সালে প্রধানমন্ত্রী, সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লি. ২০১৪ সালে এবং সামিট বিবিয়ানা টু পাওয়ার কো. লি. ২০১৫ সালে প্রেসিডেন্টের কাছ থেকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের সেরা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সম্মাননা গ্রহণ করে।
এবারের সেরা পুরস্কার পাওয়া আইপিপি বিদ্যুৎ কেন্দ্র সামিট বরিশাল পাওয়ার লিমিটেড বৃহত্তর বরিশাল অঞ্চলের দীর্ঘদিনের বিদ্যুৎ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিডিডিবি) এর সাথে সম্পাদিত চুক্তির নির্ধারিত সময়ের দু’মাস আগেই এ বছরের ৫ এপ্রিল থেকে শুরু হয় এর বাণিজ্যিক উৎপাদন। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি এই মুহূর্তে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে এবং যার মাধ্যমে বৃহত্তর বরিশাল অঞ্চলের বিদ্যুৎ চাহিদা (১৫০ মেগাওয়াট) মেটানো সম্ভব হচ্ছে সহজেই।
বরিশাল শহরের পাশ দিয়ে বয়ে চলা কীর্তনখোলা নদীর উত্তর-পূর্ব তীরে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রটিতে পৃথিবী-সেরা ওয়াটসিলা ফিনল্যান্ডের সর্বাধুনিক এইচএফও (HFO) ইঞ্জিন সংযোজন করা হয়েছে। সামিট ওয়েল এন্ড শিপিং কোম্পানি লি: (SOSCL) ইঞ্জিনগুলোর জ্বালানি (HFO) আমদানি ও সরবরাহ করছে। বিদ্যুৎ কেন্দ্রটিতে সবসময় ১৫ দিনের জ্বালানি মজুদ নিশ্চিত করতে ৭ হাজার মেট্রিক টন ধারণ-ক্ষমতার সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে। কেন্দ্রের সাথেই স্থাপিত SOSCL-এর নিজস্ব জেটিতে এই তেল খালাস হচ্ছে। উৎপাদনে আসার পর থেকেই কেন্দ্রটি মান ও দক্ষতায় ৯২% ভাগের ওপরে প্ল্যান্ট ফ্যাক্টর (plant factor) এবং শতকরা ৯৭% ভাগের ওপরে প্ল্যান্ট এ্যাভেইলেবিলটি (plant avaibability) নিশ্চিত করে নিজেকে বিশ্বমানের অন্যতম সেরা পাওয়ার প্ল্যান্টের কাতারে দাঁড় করিয়েছে।
৫৭৫ কোটি টাকা ব্যায়ের সামিট বরিশাল পাওয়ার লি: প্রকল্পটির ডিজাইন ও নির্মাণ- বিশ্বখ্যাত ওয়াটসিলা ফিনল্যান্ডের প্রত্যক্ষ তদারকীতে শেষ হয়েছে। প্রকল্পের ৭০% ভাগ অর্থায়ন হয়েছে বিদেশি ঋণে (Islamic Corporation for the Development of the Private Sector (ICD), a member organization of the Islamic Development Bank (IsDB) Group and the Infrastructure Development Company Limited (IDCOL). পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই দূষণের মাত্রাকে সর্বনিম্ন পর্যায়ে রাখা হয়েছে এই প্রকল্পটিতে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ