Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের চেয়ে সুরক্ষিত দেশ পাকিস্তান! সমীক্ষায় প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৮:৩২ পিএম

ভারতের চেয়ে সুরক্ষিত দেশ পাকিস্তান! ‘গ্যালপ ল অ্য়ান্ড অর্ডার ইনডেক্স’ নামে একটি সংস্থার করা সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানা গেছে। বিশ্বের ১২১টি দেশে সমীক্ষা চালায় ওই সংস্থা। রিপোর্টে সুরক্ষার প্রশ্নে ১ থেকে ১০০ পর্যন্ত ব়্যাঙ্ক দেয়া হয়েছে। সেখানে ৮০ নম্বর পেয়ে ৬০ তম স্থান পেয়েছে ভারত।

অন্যদিকে ৮২ পেয়ে ৪২ নম্বরে ঠাঁই হয়েছে পাকিস্তানের। তালিকার একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। প্রাপ্ত নম্বর ৯৬। তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। প্রথম পাঁচের মধ্যে জায়গা পেয়েছে তাজিকিস্তান, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে একেবারে নীচের দিকে থাকা দেশগুলির মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলা, আফ্রিকার কঙ্গো ও গাবোন।

‘গ্যালপ ল অ্য়ান্ড অর্ডার ইনডেক্স’ সমীক্ষায় পাকিস্তানের সঙ্গে এক সারিতে জায়গা পেয়েছে লাওস, ইরান এবং নিউজিল্যান্ড। পাকিস্তানের থেকে মাত্র একধাপ উঁচুতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি এবং জার্মানি। ৮৩ নম্বর পেয়ে এই দেশগুলির ব়্যাঙ্কিং দাঁড়িয়েছে ৪১। অন্যদিকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮৪ ও ৮৭। তাৎপর্যপূর্ণ বিষয় হল তালিকায় ভারত-পাকিস্তান দু’টি দেশের থেকে নীচে রয়েছে ব্রিটেন এবং রাশিয়া। সুরক্ষার প্রশ্নে ব্রিটেনের প্রাপ্ত নম্বর ৭৯। আর ৭৭ নম্বর পেয়েছে রাশিয়া।

উল্লেখ্য, এই সমীক্ষা রিপোর্টে ইরাক এবং শ্রীলঙ্কার সঙ্গে এক সারিতে রয়েছে ভারত। ‘গ্যালপ ল অ্য়ান্ড অর্ডার ইনডেক্স’ এই রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ ভারতের মোদি সরকার। ভারতকে নীচু দেখাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমীক্ষা করা হয়েছে বলে যথারীতি দাবি করেছে নয়াদিল্লি।

সমীক্ষক সংস্থা কিন্তু এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, ১২১টি দেশের প্রায় দেড় লক্ষ মানুষের সঙ্গে কথা বলেছেন তারা। সেখানে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে। যেমন রাতে শহরের রাস্তায় তারা নিরাপদে হাঁটতে পারেন কিনা। কিংবা, স্থানীয় পুলিশকে নাগরিকরা বিশ্বাস করেন কিনা। এই প্রশ্নগুলির উপর ভিত্তি করেই সমীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ