বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাবৃন্দদের নিয়ে দুই দিনব্যাপি ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ শীর্ষক বিশেষ কর্মশালার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নোবিপ্রবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখতে হবে। তখনই সাফল্য এসে ধরা দেবে। কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী কর্মশালা আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, ২৬ ও ২৭ অক্টোবর-২০২২ নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ ও কর্মকর্তাগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ ফোকাল পয়েন্ট জনাব গোলাম দস্তগীর এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট, ইনোভেশন টিম জনাব রবিউল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।