Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের দুইয়ে দুই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৪:৫৩ পিএম

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিতেছে ভারত। বৃহস্পতিবার নেদারল্যান্ডকে ৫৬ রানে হারায় তারা। ফলে বিশ্বকাপে টানা দুই ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তোলে নেদারল্যান্ড।


জয়ের জন্য ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার বিক্রমজিত সিং ১ রান করে বিদায় নেন। এরপর ম্যাক্স ও'ডাউড এবং ব্যাস ডি লিডি ইনিংস মেরামতের কাজ চালাতে থাকেন। তবে এই দুই ব্যাটারই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর কলিন অ্যাকারমান এবং টম কুপার চেষ্টা করেও ব্যর্থ হন। অ্যাকারমান ফেরেন ১৭ তে এবং কুপার ফেরেন ৯ রানে।

৬২ রানে ৪ উইকেট পড়লে দলের হয়ে কিছু সময় টিম পিঙ্গেল লড়াই চালালেও, বড় ইনিংস খেলতে তিনিও ব্যর্থ হন। ফিরেছেন ১৫ বলে ২০ রান করে। এরপর ডাচদের হয়ে আর বলার মত রান কেউ করতে পারেননি। তবে শেষ দিকে শারিজ আহমেদের ১৬ এবং পল মিকরিনের ১৪ রানে কেবল হারের রানের সংখ্যা কমায় নেদারল্যান্ডস।


এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ভারত ১৭৯ রান তোলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ করেছে ভারত। দলটির হয়ে এদিন রোহিত শর্মা ভালো শুরু এনে দেন। তবে লোকেশ রাহুল ৯ রানে ফিরে গেলে চাপে পড়ে ভারত।

 

বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে সে চাপকেই এরপর জয় করেন রোহিত। তুলে নেন অর্ধশতকও। যদিও সে অর্ধশতকটা আরও বড় করতে পারেননি তিনি, ফিরে গেছেন ৫৩ রান করে। রোহিতের বিদায়ের পর দলের দায়িত্ব নেন বিরাট কেহলি এবং সূর্যকুমার যাদব। দুজন মিলেই শুরু করেন ঝোড়ো ব্যাটিং। প্রথম ম্যাচের পর আজকের ম্যাচেও অর্ধশতকের দেখা পান কোহলি। শেষমেশ অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে।

 

অন্য প্রান্তে সূর্যকুমার ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে। ৩ চার আর ২ ছক্কায় শেষ পর্যন্ত ২৫ বলে ৫১ করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাতেই ভারত পায় ১৭৯ রানের পুঁজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ