Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিললো পাইথনের পেটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রৌঢ়াকে জ্যান্ত গিলে খেয়েছে পাইথন। সাপের পেট কেটে বার করে আনা হল তার দেহ। প্রৌঢ়ার এ পরিণতি দেখে ভয়ে আতঙ্কিত গোটা গ্রাম।
ঘটনাটি ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের। স্থানীয় একটি জঙ্গলে গত ২১ অক্টোবর রবার সংগ্রহ করতে গিয়েছিলেন ওই প্রৌঢ়া। তার নাম জাহ্রা, বয়স ৫৪ বছর। জঙ্গলে গিয়ে ২২ ফুটের প্রকাণ্ড পাইথনের মুখোমুখি হন তিনি। তাঁকে আক্রমণ করে সাপ। এত বড় সাপের সঙ্গে তিনি একা পেরে ওঠেননি। ফলে সাপটি তাঁকে গিলে নেয়।
জাহ্রা বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন পুলিশে খবর দেন। উদ্ধারকারী দল নিকটবর্তী এলাকায় প্রৌঢ়ার খোঁজ চালায়। ২ দিন পর তার দেহ বের করা হয় সাপের পেটের ভিতর থেকে। জঙ্গলে তল্লাশি অভিযানের সময় প্রথমে বিশাল সাপটিকে দেখতে পান উদ্ধারকারীরা। তার পেটের বেশ কিছুটা অংশ অস্বাভাবিক রকম ফোলা দেখে তাঁদের সন্দেহ হয়। নিখোঁজ প্রৌঢ়াকে পাওয়া যেতে পারে ভেবে সাপের পেট কেটে ফেলা হয়। দেখা যায়, সেখানেই রয়েছে জাহ্রার নিথর দেহ।
তার শরীরের একাধিক অংশে ক্ষত ছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাপটি প্রথমে প্রৌঢ়াকে ছোবল দেয়। তার পর নিজের দেহ সংকুচিত করে তাঁকে ক্রমশ পিষে ফেলে। এক সময় প্রৌঢ়াকে গিলে নেয় ২২ ফুটের সেই পাইথন। এই গোটা প্রক্রিয়ায় সময় লেগেছিল প্রায় ২ ঘণ্টা। এই ২ ঘণ্টা তুমুল যন্ত্রণায় ছটফট করেছেন জাহ্রা, জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ওই জঙ্গলে আরও এমন বড় সাপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কিছু দিন আগে ২৭ ফুটের পাইথন দেখা গিয়েছিল সেখানেই। সেই সাপের খোঁজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ