Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাগোডায় সেক্স টয় এনে পূজা! মিয়ানমারে তুলকালাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৯:১৯ পিএম

পবিত্র ধর্মস্থানকে অপবিত্র করার অভিযোগ! একটি প্যাগোডায় ‘সেক্স টয়’ বা যৌন পুতুল আনা ও পুতুলগুলোকে পূজা করার অভিযোগে তুলকালাম মিয়ানমারে। বশীকরণের চেষ্টা চলে বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত ৮ ব্যক্তি। তাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ আনা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছে তারা।

ঘটনাটি মিয়ানমারের শ্বেনডং প্যাগোডার। আচমকা সেখানে ৮ জনের একটি দল দু’টি যৌন পুতুল নিয়ে হাজির হয়। এমনকী তারা পবিত্র প্যাগোডার ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। উল্লেখ্য, শ্বেনডং প্যাগোডা মিয়ানমারে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মস্থলগুলির মধ্যে অন্যতম। একটি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা যৌন পুতুলগুলিকে নিয়ে প্যাগোডার ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়। শেষ পর্যন্ত অভিযুক্তরা প্যাগোডার গাড়ি রাখার জায়গায় পুতুলগুলি রেখে বিভিন্ন আচার পালন করেন। তারা মন্ত্রপাঠ করেন বলেও অভিযোগ।

এখানেই শেষ নয়, অভিযোগ পুতুলগুলিকে বৌদ্ধ ধর্মের কিছু চরিত্রের অনুকরণে সাজানো হয়েছিল। যদিও যৌন পুতুলের ব্যবহার হয়ে থাকে অন্তরঙ্গ মুহূর্তে। রক্তমাংসের নারীর সঙ্গে একজন পুরুষের যেমন শারীরিক সম্পর্ক হয়ে থাকে, কতকটা সেই ভাবেই যৌন পুতুলের সঙ্গেও যৌন মিলনের আনন্দ নেন একজন পুরুষ। এর ফলেই প্রশ্ন উঠছে, কেন দু’টি যৌন পুতুলকে পবিত্র প্যাগোডায় আনা হল, ওই পুতুলগুলিকে পুজা করাই বা কেন? উল্লেখ্য, একেকটি যৌন পুতুলের বাজার দর প্রায় ৩ লাখ টাকা।

এদিকে এই ঘটনায় নড়চড়ে বসেছে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়। দ্রুত তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ‘বৌদ্ধ ধর্মের অবমাননা’-র অভিযোগ আনা হয়েছে ওই ৮ ব্যক্তির বিরুদ্ধে। মন্ত্রণালয়ের পাশাপাশি প্যাগোডার অছি পরিষদ আলাদ করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত অন্য কোনও ধর্মের লোক কিনা, তাদের ঠিক কী উদ্দেশ্য ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্র: ইরাবতি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ