Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবার শেখ কামালের নামে যুব গেমস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গত বছর বসেছিল বাংলাদেশ গেমসের সর্বশেষ আসর। এবার বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামে হবে বাংলাদেশ যুব গেমস। সবকিছু ঠিক থাকলে আগামী ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত উপজেলা পর্যায়ে চলবে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের। ২২টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে যুব গেমসের খেলা। উপজেলা পর্যায়ের খেলা শেষে ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত জেলা এবং ৬ থেকে ১২ ফেব্রæয়ারি পর্যন্ত বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রæয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব। আসন্ন যুব গেমসের ডিসিপ্লিনগুলো হলো- আরচ্যারি, ফুটবল, শুটিং, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, সাঁতার, রেসলিং, ব্যাডমিন্টন, হকি, স্কোয়াশ, উশু, বক্সিং, জুডো, টেবিল টেনিস, সাইক্লিং, বাস্কেটবল, কাবাডি, তায়কোয়ান্দো, দাবা, কারাতে ও ভলিবল। শেখ কামাল বাংলাদেশ যুব গেমস উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভা পরশু ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ