নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিজেকেএস দাবা কমিটির আয়োজনে চট্টগ্রাম জেলা দাবা টুর্নামেন্টে ঋষিন তালুকদার সাত খেলায় ৬.৫ পেয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সমান খেলায় ৬ পয়েন্ট পেয়ে যথাক্রমে বাবুল চাকমা রানার্স আপ ও সাদিদ বিন জাহিদ তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ৫.৫ পয়েন্ট পেয়ে যথাক্রমে দিবা দাশ চতুর্থ, মুজিবুর রহমান পঞ্চম ও মো. ইউসুফ ষষ্ঠ স্থান পেয়েছেন। জেলা দাবা কমিটির সম্পাদক মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন জানিয়েছেন, এই ৬ জন দাবাড়– চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে আগামী ২৭ অক্টোবর ঢাকায় জাতীয় দাবা বি চ্যাম্পিয়নশিপে খেলবেন।
প্রথম বিভাগ ফুটবল
চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস-সিডিএফএ ইতিমধ্যে শেষ করেছে প্রিমিয়ার ফুটবল লিগ। এবার তাদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ফুটবল লীগ। এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা পুলিশ খেলবে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। লীগের উদ্বোধন করবেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সিডিএফএ’র সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল জানিয়েছেন, সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করছে। সরাসরি লীগ পদ্ধতিতে সর্বমোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।