Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বছরের শেষ সূর্য গ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বছরের দ্বিতীয় এবং শেষ সূর্য গ্রহণ সমাপ্ত হল। মেঘে ঢাকা থাকায় বাংলাদেশে অধিকাংশ জায়গা থেকে সূর্যগ্রহণ না দেখা গেলেও ভারতের মানুষ অবলোকন করেছে। দেশটিতে বিকেল ৪ টা ১৯ মিনিটে সবচেয়ে প্রথমে অমৃতসরে সূর্য গ্রহণ লক্ষ্য করা যায়। এরপর ৪টা বেজে ২৯ মিনিটে রাজধানী দিল্লি থেকে আংশিক গ্রহণ দেখা গেছে। এছাড়াও, ব্যাঙ্গালোর, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী, মথুরা, প্রয়াগরাজ, লখনউ, হায়দরাবাদ, পুণে, ভোপাল, চণ্ডীগড় এবং নাগপুর থেকেও দেখা গেছে সূর্য গ্রহণ।

ভারতে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট গ্রহণ স্থায়ী হয়। ভারতীয় সময় অনুযায়ী আয়ারল্যান্ডে দুপুর ২টা বেজে ২৯ মিনিটে গ্রহণ শুরু হয় যা বিকেল ৬টা বেজে ২০ মিনিটে আরবে শেষ হয়। সূত্র : খাস খবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ