Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেইন্টিংয়ে আলুভর্তা নিক্ষেপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আবহাওয়া পরিবর্তন নিয়ে কাজ করা সামাজিককর্মীরা জার্মানিতে একটি মূল্যবান চিত্রকর্মে আলুর ভর্তা নিক্ষেপ করেছে। বিদেশী সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যে পেইন্টিংয়ের ওপর আলু ভর্তা ছোঁড়া হয়েছে তার দাম ছিল ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১১৫ কোটি ৭২ লাখ বাংলাদেশি টাকা)। জার্মানির এ ঘটনার ভিডিওও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি নির্গমনের প্রতিবাদে এসব করেছেন সমাজকর্মী দম্পতি।
অন্যদিকে বিদেশি গণমাধ্যম বলছে, এ কাজে চারজন জড়িত ছিল, তারা বারবেরিনি মিউজিয়ামের এ চিত্রকর্মটি নষ্ট করার চেষ্টা করেছিল।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যেহেতু পেইন্টিংটি কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তাই তারা এটির ক্ষতি করতে পারেনি। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ