মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বন্দুকধারী এক নারীকে আটক করা হয়েছে। রাজধানী জাকার্তায় আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা আলী মোচতার নাগাবালিন বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্স।
ঘটনা সম্পর্কে ব্রিফ করছেন জাকার্তা পুলিশের প্রধান মুহাম্মদ ফাদিল ইমরান।
আলী মোচতার নাগাবালিন বলেন, বন্দুকধারী নারী প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর প্রবেশের চেষ্টা করছিলেন। তবে তার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। ঘটনার সময় প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রাসাদে ছিলেন না।
নাগাবালিন বলেন, বন্দুকধারী ওই নারী বোরকা পরিহিত ছিলেন। আনুমানিক ২০ বছর বয়সী এই বন্দুকধারীর হাতে পবিত্র কোরআনের একটি কপিও ছিল। প্রাসাদের সামনে এসে বন্দুক বের করার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।