Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন পুনর্গঠনে ৩ হাজার ৮০০ কোটি ডলার চাইলেন জেলেনস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৮:২২ পিএম

ইউক্রেন পুনর্গঠনে দাতাদের কাছে ৩ হাজার ৮০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত এক পুনর্গঠন কনফারেন্সে জেলেনস্কি বলেন, ‘এই সম্মেলনেই আমাদের ইউক্রেনের জন্য আগামী বছরের বাজেট ঘাটতি মেটাতে সহায়তার বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমাদের প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার প্রয়োজন।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হন জেলেনস্কি। বৈঠকে তিনি ইউরোপীয় নেতৃবৃন্দের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের আহ্বান জানান। ওই বৈঠকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য নতুন একটি ‘মার্শাল প্ল্যান’ হাতে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউরোপীয় কমিশনের ডাকে বার্লিনে মিলিত হয়েছিলেন বিশ্ব নেতৃবৃন্দ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার প্রধান কার্যনির্বাহীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া ‘মার্শাল প্ল্যানের’ সঙ্গে তুলনীয় এই পরিকল্পনার আওতায় ৭৫০ বিলিয়ন ডলারের ব্যয় ধরা হয়েছে। তবে এই ব্যয়ে অংশগ্রহণের বিষয়ে বৈঠকে কোনো প্রতিশ্রুতি আসেনি। এ পরিমাণ অর্থের মধ্যে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো পুনর্র্নিমাণে ব্যয় করা হবে ৩৪৯ বিলিয়ন ডলার বলে প্রাথমিক হিসেবে অনুমান করা হয়েছে।

বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ‘ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে চায় জার্মানি। দেশটির পুনর্গঠনে দাতা সংস্থাগুলো যেন বিষয়টি বিবেচনায় রাখে।’ তিনি আরও বলেন, ‘পুতিনের এই যুদ্ধ জার্মানি ও ইউক্রেনকে একত্রে কাজ করতে প্রেরণা দিয়েছে।’ সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ