Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার তিন কিলোমিটার কাঁচা রাস্তা বিশ গ্রামবাসীর ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম


মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নের বঙ্গেশ্বর গ্রাম থেকে দীঘা জোড়া ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা উপজেলার উত্তর অঞ্চলের ২০ গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষের চরম ভোগান্তি কারণ হয়ে রয়েছে দীর্ঘদিন। বঙ্গেশ্বর গ্রামের মোজাম মোল্যার মোড় থেকে দীঘা জোড়া ব্রিজ পর্যন্ত তিন কিলোমিটার এই কাঁচা রাস্তার বেহাল অবস্থা। বর্ষা মৌসুমে যেমন কাঁদা পানি আর শুস্ক মৌসুমে গর্ত আর ধুলা বালী জন জীবনকে দুর্বিসহ করে তুলছে। রাস্তায় এমন কাঁদা তাতে পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর ওই রাস্তা দিয়ে। এ রাস্তা দিয়ে বঙ্গেশ্বর, রামপুর, চিত্রবিশ্রামসহ পার্শবর্তী দীঘা ও বাবুখালী ইউনিয়নের ২০টি গ্রামের ৪০ থেকে ৫০ হাজার মানুষ চলাচল করে। এটাই উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ। এছাড়া এলাকায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এতিমখানা, ঈদগাহ, কবরস্থানসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। চিত্রবিশ্রাম বাজারের পল্লী চিকিৎসক জানান, এ রাস্তাটি পাকাকরণ করা হলে এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলে সুবিধা হবে। তিনি আরো বলেন, গ্রামীণ সড়কের এ করুণ অবস্থার কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয় যুব সমাজ নিজেদের উদ্যোগে কিছু কিছু জায়গায় ঠিক করলেও ভোগান্তি যেন শেষ হচ্ছে না। ইউপি চেয়াম্যান ইকবাল আখতার কাফুর জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে আনা হয়েছে। কতৃপক্ষ সমস্যা সমাধানে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাঁচা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ