মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিশ্ব শক্তিগুলোর দাম্ভিকতা প্রদর্শনের দিন শেষ হয়ে এসেছে। বিশ্ব পরিস্থিতির ওপর প্রভাব বিস্তারকারী দেশের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আর কোনো একক আধিপত্যকামী শক্তির উত্থানের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন। গত রোববার তেহরানে অনুষ্ঠিত পশ্চিম এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শীর্ষক সম্মেলেন দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। জারিফ বলেন, বিশ্বের একমাত্র আধিপত্যবাদী শক্তি হিসেবে টিকে থাকার বাসনায় মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিশ্ববাসীর ওপর বহু যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাসনায় হাজার হাজার কোটি ডলার অর্থ ও হাজার হাজার মানুষের জীবন অপচয় হলেও ওয়াশিংটনের জন্য কাক্সিক্ষত ফল বয়ে আনেনি। জাওয়াদ জারিফ বলেন, ভবিষ্যত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে ওঠার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হবে পশ্চিম এশিয়া অঞ্চল। এই অঞ্চলে যা কিছু ঘটবে তার ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালিত হবে। আগে পাশ্চাত্য থেকে সবকিছু নিয়ন্ত্রিত হতো- উল্লেখ করে তিনি বলেন, এখন পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির ভাষণের মধ্যদিয়ে গত রোববার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেন, তার দেশ কোনো অবস্থায়ই যুদ্ধ ও সহিংসতা চায় না। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।