Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক

স্পেনে ভূমিধস হলে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্পেনে ভূমিধসের কারণে সৃষ্ট মেগাসুনামির ঢেউ যেকোনো সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও মিয়ামি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। এক বিশেষজ্ঞ এ দাবি করেছেন। ইউনিভার্সিটি লন্ডন কলেজের দুর্যোগবিষয়ক বিশেষজ্ঞ ড. সিমন ডে বলেছেন, ক্যানারি দ্বীপপুঞ্জে কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর এই ভূমিধসের কারণে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা রয়েছে। এই বিশেষজ্ঞ বলেন, এই মহাপ্রলয় ১০ ফুট (৩ মিটার) উঁচু ঢেউ সৃষ্টি করে ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। যদি মরক্কোর পশ্চিম উপকূল থেকে মাত্র ৬০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে একটি ভূমিধস হয় তাহলে এই সুনামি আঘাত হানবে। নিউইয়র্ক, বোস্টন ও মিয়ামি, সেই সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালাতে পারে এই ভয়াবহ সুনামি। এ ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও আঘাত হানতে পারে বলে এই বিজ্ঞানী সতর্ক করে দিয়েছেন। সিমন ডে বলেন, কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরি সমুদ্রে এক খ- জমির মতো, যা স্বায়ত্ব¡শাসিত অঞ্চল আইল অব ম্যানের আয়তনের সমান। এর কারণে একটি উঁচু পানির দেয়াল সৃষ্টি হবে, যেমনটি জনপ্রিয় চলচ্চিত্র দ্য ডে আফটার টুমোরোতে দেখানো হয়েছে। সিমন ডেইলি এক্সপ্রেসকে বলেছেন, একটি ঢেউ বক্ররেখায় ব্রিটেনের দিকে যেতে পারে। কিন্তু এটি আমেরিকার ওপর বড় ধরনের আঘাত হানবে। ড. সিমন ১৫ বছর গবেষণা শেষে এই তথ্য জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন, অনেকেই তার এই গবেষণার তথ্যকে ইতিবাচকভাবে নেয়নি। তিনি বলেন, এটি বিতর্কের ১৫ বছর। এখানে অনেক বিষয় রয়েছে। কিন্তু এখানে আমার মতই তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে ড. সিমন সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। তার এই গবেষণা তথ্যের ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করলেও মার্কিন কর্তৃপক্ষ এটাকে বেশ আমলে নিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং জাতীয় সমুদ্র ও বায়ুম-লবিষয়ক প্রশাসন (এনওএএ) উপকূলে বসবাসরত অধিবাসীদের এই ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে বলেছে। দ্য সান ও ওয়েবসাইট।



 

Show all comments
  • Laboni ১৩ ডিসেম্বর, ২০১৬, ২:১৩ এএম says : 0
    onek kisu e hote pare !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ