Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালির নতুন প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনি বিরোধীরা নাখোশ

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইতালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির নাম ঘোষণা করা হয়েছে। যত শিগগিরই সম্ভব তাকে সরকার গঠন করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সার্জিয়ো মাত্তারেলা। গণভোটে হারের পর গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাত্তিও রেনজি। তখন থেকেই তার যোগ্য উত্তরসুরি কে হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। দীর্ঘদিন রেনজির ডেমোক্রেট দলের সঙ্গে যুক্ত ছিলেন ৬২ বছর বয়সী জেন্টিলোনি। ২০১৪ সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। নতুন করে প্রধানমন্ত্রীর পদে তাকেই বেছে নেয়া হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইতালির জাতীয় নির্বাচন। তার আগেই দলের ভিত মজবুত করে তুলতে হবে তাকে। পার্লামেন্টের দু’টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ডেমোক্রেট দলের। তবে জেন্টিলোনির নিয়োগকে কেন্দ্র করে দলের মধ্যেই মতবিরোধ রয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ