Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী বিল

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডের ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি আনুষ্ঠানিকভাবে বিল ইংলিশকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। বিবিসি বলছে, গেল সপ্তায় জন কি আকস্মিকভাবে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্ত এলো। উপ-প্রধানমন্ত্রী হিসেবে সোস্যাল হাউজিং মন্ত্রী পাউলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে। বিল ইংলিশ দেশটির অর্থ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার দিন শেষে ওয়েলিংটনে আনষ্ঠানিকভাবে তার প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হওয়ার কথা রয়েছে। ১৯৯০ সালে দেশটির পার্লামেন্টে যোগ দেন ইংলিশ। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ ইত্যাদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি আট বছর দায়িত্ব পালন শেষে গেল সপ্তায় অপ্রত্যাশিতভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, কি একজন জনপ্রিয় নেতা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ