মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুতিনের বন্ধু বলে পরিচিত রেক্স টিলারসনের নাম ঘোষণা করেছেন। আর তাতে আপত্তির কথা জানিয়ে দিলেন রিপাবলিকান দুই সিনেটর। তারা জানিয়ে দিলেন, প্রবীণ এই তেল কোম্পানির সিইওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে বসানোর আগে ভেবে দেখার প্রয়োজন রয়েছে। কারণ, রেক্স টিলারসন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ। মার্কিন মিডিয়া বলছে, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ৬৪ বছরের রেক্স টিলারসনের নাম বাছার একটাই কারণ, এই টিলারসনের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ট্রাম্প নিজেই ফক্স নিউজকে জানিয়েছেন, দুনিয়ার সবচেয়ে বড় একটি কোম্পানির সিইও ছিলেন। কে না চেনেন টিলারসনকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা একমাত্র তারই রয়েছে। যদিও এই পদে দৌড়ে ছিলেন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি সহ আরও তিনজন। এদিকে টিলারসনের নাম ওঠার পর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো মার্কিন সংবাদপত্র রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ফের প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অভিযোগ উঠে গিয়েছে, ট্রাম্পের জয়ে সাহায্য করেছে রাশিয়া। আর সেই অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র এক মূল্যায়ন প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলেই সিআইএ-র অভিযোগ। এদিকে, ওয়াশিংটন পোস্ট বলছে, হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শিবিরের চেয়ারম্যানসহ ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি ও অন্যদের হাজার হাজার ইমেল হ্যাক করে যারা উইকিলিকসকে দিয়েছিলেন, রুশ সরকারের সঙ্গে সম্পর্কিত সেই সব ব্যক্তিদের শনাক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলি। ট্রাম্পের জয়ের সম্ভাবনা বাড়িয়ে তোলার জন্য এক অভিযানে নেমেছিল রাশিয়া এবং শনাক্ত হওয়া ব্যক্তিরা। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।