Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়েদর বন্দরে নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ

হুমকি মোকাবেলায় বিশেষ বাহিনী গঠন

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হুমকি মোকাবেলায় গোয়েদর বন্দরে কৌশলগত নিরাপত্তা বাড়াচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে টাস্ক ফোর্স-৮৮ বা টিএফ-৮৮ গঠন করেছে পাক নৌবাহিনী। প্রচলিত এবং অপ্রচলিত হুমকি মোকাবেলায় গোয়েদর বন্দর এবং সংলগ্ন সাগর পথের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। চলতি সপ্তাহে এ বাহিনী তৎপরতা শুরু হবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র তৎপরতা শুরু হওয়াকে কেন্দ্র করে গোয়েদর বন্দরে এবং সংশ্লিষ্ট সাগর পথের কার্যক্রম বহুগুণে বাড়বে। পাশাপাশি নানা হুমকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এ বাহিনীর প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। পাক নৌবাহিনীর পদস্থ এক কর্মকর্তা বলেন, রণতরী, দ্রুত আক্রমণে ব্যবহার যোগ্য জাহাজ, বিমান, ড্রোন এবং নজরদারির ব্যবস্থা সমন্বয়ে গঠিত হয়েছে টিএফ-৮৮। এছাড়া গোয়াদার বন্দরের চারপাশে নিরাপত্তা অভিযানে বাড়তি মেরিন সেনারও নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। তিনি দাবি করেন, সাধারণভাবে পাক নৌপথের নিরাপত্তা সংক্রান্ত সব চ্যালেঞ্জ আসে ভারতের দিক থেকে। গোয়েদর বন্দরে চীনা সংশ্লিষ্টতা এবং সিপিইসি চালু হওয়ায় এ নিরাপত্তা পরিবেশ আরো জটিল আকার ধারণ করেছে। তিনি আরো দাবি করেন, গোয়েদরকে আরব সাগরে চীনের ঘাটি এবং মালাক্কার জন্য হুমকি হিসেবে গণ্য করছে ভারত। ফলে পাক-চীন প্রকল্প প্রতিহত করতে গোয়েদর সংলগ্ন সীমান্ত এলাকায় ভারত তৎপরতা বাড়িয়েছে বলেও পাক সূত্র থেকে দাবি করা হচ্ছে। সিপিইসি’র শিপিং কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে ওই এলাকায় ভারতের ডুবোজাহাজের ঢোকার ব্যর্থ প্রচেষ্টাকে এ জাতীয় তৎপরতার আভাস হিসেবেই দেখছেন পাক পর্যবেক্ষকরা।
এদিকে, পাক সংসদের সিপিইসি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান সিনেটর মুশাহিদ হোসেইন বলেন, সিপিইসি’র নিরাপত্তায় সম্পূরক বাহিনী হিসেবে কাজ করবে টিএফ-৮৮। সিপিইসি’র স্থলপথের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ডিভিশনকে নিয়োগের বিষয়টি উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সিপিইসি’র প্রাণকেন্দ্র হলো গোয়েদর বন্দর এবং এর নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা হবে। পাকিস্তান অবজারভার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ