Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রথম ম্যাচে চট্টগ্রাম-খুলনা মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আর মাত্র তিনদিন পর টার্ফে গড়াবে দেশের হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র খেলা। আগামী শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় এই লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়া গ্রুপ খুলনা। একই ভেন্যুতে রাত সোয়া ৮টায় দ্বিতীয় ম্যাচ খেলবে রূপায়ন সিটি কুমিল্লা ও মোনার্ক মার্ট পদ্মা। এ আসরের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হবে ১২ নভেম্বর। ১৪ ও ১৫ নভেম্বর হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব। শীর্ষ চার দল খেলবে এই পর্বে। প্রথম ও দ্বিতীয় স্থান পাওয়া দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। বিজয়ী দল চলে যাবে ফাইনালে। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল খেলবে এলিমিনেটর ম্যাচ। বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে। এখানকার বিজয়ী দল ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ার বিজয়ীর সঙ্গে। ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
প্রথম ৫ দিনের সূচি
২৮ অক্টোবর : একমি চট্টগ্রাম-সাইফ পাওয়ার গ্রুপ খুলনা (৬.৩০ মি.)
২৮ অক্টোবর : রূপায়ন সিটি কুমিল্লা-মোনার্ক পদ্মা (৮.১৫ মি.)
২৯ অক্টোবর : মেট্রোএক্সপ্রেস বরিশাল-ওয়ালটন ঢাকা (৬.৩০ মি.)
২৯ অক্টোবর : মোনার্ক পদ্মা-একমি চট্টগ্রাম (৮.১৫ মি.)
৩১ অক্টোবর : রূপায়ন সিটি কুমিল্লা-ওয়ালটন ঢাকা (৬.৩০ মি.)
৩১ অক্টোবর : মেট্রো এক্সপ্রেস বরিশাল-সাইফ পাওয়ার গ্রুপ খুলনা (৮.১৫ মি.)
১ নভেম্বর : সাইফ পাওয়ার গ্রুপ খুলনা-মোনার্ক পদ্মা (৬.৩০ মি.)
১ নভেম্বর : একমি চট্টগ্রাম-মেট্রো এক্সপ্রেস বরিশাল (৮.১৫ মি.)
২ নভেম্বর : মোনার্ক পদ্মা-রূপায়ন সিটি কুমিল্লা (৬.৩০ মি.)
২ নভেম্বর : ওয়ালটন ঢাকা-একমি চট্টগ্রাম (৮.১৫ মি)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ