Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক চোখ ও এক হাত হারিয়েছে রুশদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক হামলার পর চিকিৎসাধীন অবস্থায় এক চোখের দৃষ্টিশক্তি ও এক হাতের কার্যক্ষমতা হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি। গত ১২ আগস্টে নিউইয়র্কে চাওটাওকুয়া ইনস্টিটিউটে বক্তৃতাকালে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলা চালায় এক যুবক। সে হামলায় গুরুতর জখম হন তিনি। মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণে বেঁচে যান তিনি। ওই দিন বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ওঠেন বুকার পুরস্কার বিজয়ী এই লেখক। এ সময় নিউ জার্সির ২৪ বছর বয়সী এক যুবক এই লেখকের ঘাড়ে ও ধড়ে ছুরিকাঘাত করে। সে সময় থেকে এ পর্যন্ত রুশদির আঘাতের পরিমাণ নিয়ে অস্পষ্টতা ছিল। স্প্যানিশ পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান রুশদির সাহিত্যিক এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি ওই হামলা কতটা ‘নিষ্ঠুর’ ও প্রাণঘাতী ছিল, তা ব্যাখ্যা করেছেন। ওয়াইলি বলেন, ‘তার বুকে আরও ১৫টি গভীর ক্ষত রয়েছে এবং তিনি এক চোখ হারিয়েছেন। তার গলায় তিনটি গুরুতর জখম ছিল। তার বাহুর স্নায়ু কেটে যাওয়ায় এক হাত অক্ষম হয়ে গেছে।’ তবে রুশদি এখনও হাসপাতালে আছেন কি না, সে বিষয়ে ওয়াইলি কিছু জানাননি। ইসলাম ধর্ম নিয়ে ‘স্যাটানিক ভার্সেস’ নামে বিতর্কিত বই লিখে আশির দশক থেকেই হুমকির মুখে ছিলেন রুশদি। বইটিকে বহু মুসলিম ধর্ম অবমাননাকারী বলে মনে করে থাকে। বিবিসি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ