মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লংঘনের অভিযোগ এনে সতর্কীকরণ গুলি ছুড়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সামরিক মহড়া নিয়ে দুই দেশের উত্তজেনার মধ্যেই সোমবার পশ্চিম উপকূলীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে সমুদ্রসীমা লংঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়। অন্যদিকে উ. কোরিয়ার সামরিক বাহিনী বলছে, শত্রুর নৌ চলাচল শনাক্ত করার পর নিজেদের আঞ্চলিক জলসীমার দিকে ১০ রাউন্ড সতর্কীকরণ গুলি ছুড়েছে। উ. কোরিয়ার পানিসীমায় অজ্ঞাত একটি জাহাজ অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ পিইয়ংইয়ংয়ের। জেসিএস বলেন, উ. কোরিয়া যে গোলা নিক্ষেপ করেছে তা শান্তি বজায় রাখতে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির স্পষ্ট লংঘন। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর জবাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় অংশ নেয় সিউল। এমন ঘটনায় কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বেড়েছে। এদিকে, তৃতীয় মেয়াদে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শি জিনপিংকে পাঠানো এক অভিনন্দন বার্তায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। চিঠিতে কিম বলেন, পিয়ংইয়ং-বেইজিং সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও সুন্দর করে তুলতে সময়ের চাহিদা অনুযায়ী আপনার সঙ্গে একসঙ্গে কাজ করবো। দুই দেশ যেন নিজেদের সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে জোরালোভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শি জিনপিং। দলের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এদিন শি জিনপিং বলেন, বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কমিউনিস্ট পার্টি এবং মানুষ যে আস্থা রেখেছে সেজন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।